কক্সবাজার জেলা প্রেসক্লাবের জরুরি সভা
অপপ্রচারের বিরুদ্ধে নিন্দা, প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ
কক্সবাজার জেলা প্রেসক্লাবের বিরুদ্ধে একটি চিহ্নিত দুষ্টচক্র ও পতিত গোষ্ঠীর অপপ্রচারের প্রতিবাদে ক্লাবের এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় এ ঘটনার তীব্র নিন্দা, প্রতিবাদ ও ক্ষোভ জানানো হয় এবং এ বিষয়ে নিন্দা প্রস্তাব গৃহীত হয়। একইসাথে ক্ষতিগ্রস্ত সদস্যরা চক্রটির বিরুদ্ধে প্রয়োজনীয় কঠোর আইনি পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নেন।
শনিবার (১ নভেম্বর) মাগরিবের পর ক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন কক্সবাজার জেলা প্রেসক্লাবের সভাপতি তৌহিদ বেলাল।
সভায় বক্তব্য দেন এমকে আলম চৌধুরী, অ্যাডভোকেট আবু মুসা মুহাম্মদ, অধ্যাপক কবির আহমদ ছিদ্দিকী, মুহাম্মদ হেলাল উদ্দিন, গিয়াস উদ্দিন, এরফানুল হক, ইয়াছমিন মুন্নী, শাকের বিন ফয়েজ, মুহাম্মদ বিন আবদুল্লাহ ম্যাক্স, রেজাউল হক চৌধুরী, মুহাম্মদ খোরশেদ আলম, মনসুরুল ইসলাম চৌধুরী, রতন দাশ, নুর মোহাম্মদ, কামরুল হাসান, জিয়াউল হক আকাশ, শওকত আলম, মুহাম্মদ মাসুম, কামাল শিশির, মুহাম্মদ আবদুল্লাহ, মনজুর আলম, কোহিনূর হেলাল, সিরাজুল ইসলাম, আবদুল কাদের, আসাদুজ্জামান রিপন, শারমিন সুলতানা প্রমুখ।
সভায় জানানো হয়, ‘সাংবাদিক সমবায় সমিতি লিমিটেড’ হলো কক্সবাজার জেলা প্রেসক্লাবের সহযোগী সংগঠন। সমবায়ের কয়েকজন সদস্য বর্তমানে সাংবাদিকতা পেশায় না থাকায় স্বেচ্ছায় সদস্য পদ ছাড়তে চেয়েছেন। অথচ একটি অসাধু চক্র এই বিষয়টিকে বিকৃতভাবে উপস্থাপন করে প্রেসক্লাব সভাপতি তৌহিদ বেলালের বিরুদ্ধে ‘১১ সদস্যের অনাস্থা’ শিরোনামে জালিয়াতিপূর্ণ অপপ্রচার চালাচ্ছে। প্রকৃতপক্ষে জেলা প্রেসক্লাবের সদস্য সংখ্যা অর্ধশতেরও বেশি।
সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয়—প্রেসক্লাবের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার, জালিয়াতি ও সভাপতির বিরুদ্ধে মানহানির ঘটনায় যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।

0 Comments