কক্সবাজার, ১ নভেম্বর ২০২৫:
“তরুণ উদ্যোক্তারা দেশের দারিদ্র্য বিমোচনে অন্যতম চালিকাশক্তি”— এমন মন্তব্য করেছেন বক্তারা কোস্ট ফাউন্ডেশন আয়োজিত তরুণ উদ্যোক্তা সমাবেশে। বক্তারা বলেন, তরুণদের উদ্যোগই নতুন কর্মসংস্থান সৃষ্টি, উদ্ভাবনী প্রযুক্তির ব্যবহার এবং পরিবেশবান্ধব অর্থনীতির বিকাশের মাধ্যমে টেকসই উন্নয়নে বড় ভূমিকা রাখছে।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কোস্ট ফাউন্ডেশনের কক্সবাজার আঞ্চলিক
টিম লিডার মোঃ জাহাঙ্গীর আলম। প্রধান অতিথি ছিলেন মোঃ মোয়াজ্জেম হোসেন, উপপরিচালক,
যুব উন্নয়ন অধিদপ্তর, কক্সবাজার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিজানুর রহমান,
জেলা তথ্য কর্মকর্তা; রতন চক্রবর্তী, দৈনিক মিরর; এম. কে. আলম চৌধুরী, ব্যুরো চিফ,
সংবাদচিত্র; এবং কামরুল হাসান, দৈনিক প্রভাতী পত্রিকা।
সমাবেশে কক্সবাজার জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত ২৩ জন সফল
ও সম্ভাবনাময় তরুণ উদ্যোক্তা অংশগ্রহণ করেন এবং তাদের অভিজ্ঞতা বিনিময় করেন।
মূল প্রবন্ধ উপস্থাপন করেন কোস্ট ফাউন্ডেশনের আঞ্চলিক সমন্বয়কারী
মোঃ রুবেল হাসান। তিনি বলেন, “কোস্ট ফাউন্ডেশন গত ২৬ বছর ধরে কক্সবাজার অঞ্চলে দরিদ্র
জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করছে। বর্তমানে আমাদের ৩৭,১৩৮ জন সদস্যের মধ্যে
প্রায় ৪০% ক্ষুদ্র উদ্যোগের সঙ্গে জড়িত। আমরা ভবিষ্যতে আরও তরুণ, শিক্ষিত ও বেকার যুবকদের
ক্ষুদ্র উদ্যোগের সঙ্গে যুক্ত করতে কাজ করব।”
প্রধান অতিথি মোঃ মোয়াজ্জেম হোসেন বলেন, “দেশের সবচেয়ে বড়
সম্পদ হলো আমাদের তরুণ সমাজ। তাদের সৃজনশীলতা, পরিশ্রম ও প্রযুক্তি দক্ষতা আজ বাংলাদেশের
অর্থনীতিকে নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছে। তরুণ উদ্যোক্তাদের পাশে থেকে ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানগুলো
শুধু মূলধন নয়, সামাজিক বিনিয়োগও করছে।”
অংশগ্রহণকারী উদ্যোক্তা মোমেনা আক্তার নিজের অভিজ্ঞতা তুলে
ধরে বলেন, “২০১৮ সালে স্বামী মারা যাওয়ার পর কোস্ট ফাউন্ডেশন থেকে ঋণ নিয়ে আমি কাপড়ের
ব্যবসা শুরু করি। আজ আমার নিজস্ব দোকান আছে। কোস্ট ফাউন্ডেশনের সহায়তা না পেলে এ পর্যন্ত
আসা সম্ভব হতো না।”
মিজানুর রহমান বলেন, “বিশ্বব্যাপী তরুণ উদ্যোক্তারা আজ সমাজের
পরিবর্তনের প্রতীক। তারা শুধু ব্যবসা করছে না, বরং উদ্ভাবনী চিন্তা ও সৃজনশীল উদ্যোগের
মাধ্যমে সমাজে ইতিবাচক প্রভাব রাখছে।”
এম. কে. আলম চৌধুরী বলেন, “তরুণদের উচিত নিজের মেধা ও দক্ষতাকে
কাজে লাগিয়ে উন্নয়নে ভূমিকা রাখা। অল্প সঞ্চয়ও একদিন বড় মূলধনে রূপ নিয়ে উদ্যোক্তা
হওয়ার সুযোগ তৈরি করতে পারে।”
সমাপনী বক্তব্যে মোঃ জাহাঙ্গীর আলম বলেন, “তরুণরাই আগামী প্রজন্মের
কর্ণধার। তাদের জ্ঞান, দক্ষতা ও উদ্ভাবনী শক্তি কাজে লাগিয়ে সমাজ পরিবর্তন ও অর্থনৈতিক
উন্নয়নে কোস্ট ফাউন্ডেশন সর্বদা পাশে থাকবে।”
কক্সবাজারে আয়োজিত এই সমাবেশে বক্তারা তরুণ উদ্যোক্তাদের সামাজিক ও অর্থনৈতিক পরিবর্তনের
প্রধান শক্তি হিসেবে তুলে ধরেন এবং তাদের দক্ষতা উন্নয়ন ও বিনিয়োগ সহযোগিতার গুরুত্বের
ওপর জোর দেন।
0 Comments