স্টুডেন্টস প্ল্যাটফর্মের প্রীতি ম্যাচে সবুজ দলের জয়



ম্যাচ শুরুর আগেই খেলোয়াড়দের মধ্যে দারুণ উৎসাহ ছিল। দুই দলের সমর্থকরাও সাইডলাইনে দাঁড়িয়ে নিজেদের দলকে চাঙ্গা করে যাচ্ছিল। টস জিতে সবুজ দলের অধিনায়ক সাদ্দাম হোসেন আরিফ ব্যাটিং নেওয়ার সিদ্ধান্ত নেন, আর সেই সিদ্ধান্তকেই সঠিক প্রমাণ করেন মামুন।

মামুন শুধু ছক্কা-চারে খেলেননি, ইনিংস জুড়ে স্ট্রাইক রোটেট করে দলের মোমেন্টাম ধরে রেখেছিলেন। তার সাথে ওপেনিংয়ে থাকা রাহাতও ১৫ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। সবুজ দলের বোলারদের মধ্যে রুবেল তিন উইকেট নিয়ে সবচেয়ে সফল ছিলেন।

টার্গেট তাড়া করতে নেমে হলুদ দল শুরু থেকেই চাপে পড়ে যায়। দুই ওপেনারই পাওয়ারপ্লেতে ফিরে গেলে দল আর ঘুরে দাঁড়াতে পারেনি। মাঝের সারিতে আরমান বিন জয় কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও সাপোর্ট না পাওয়ায় দীর্ঘস্থায়ী হয়নি তার লড়াই। সবুজ দলের পেসার জাহেদ ইনিংসের সবচেয়ে মারাত্মক স্পেলটি করেন, নেন ৪ উইকেট।

ম্যাচ শেষে দুই দলই একসাথে ছবি তোলে। আয়োজন কমিটির পক্ষ থেকে বিজয়ী দলকে প্রতীকী ট্রফি দেওয়া হয়, আর সেরা খেলোয়াড় হিসেবে নির্বাচিত হয় মামুন। খেলা শেষে সদস্যরা বসে সংক্ষিপ্ত আড্ডা, নাশতা আর ভবিষ্যতে আরও বড় আকারে টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা নিয়ে আলোচনা করেন।

Post a Comment

0 Comments