সারাদেশের মতো কক্সবাজারেও আজ শনিবার (১২ অক্টোবর) থেকে শুরু হয়েছে ‘টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫’। স্বাস্থ্য অধিদফতরের উদ্যোগে পরিচালিত এ কর্মসূচির আওতায় প্রাক-প্রাথমিক থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীরা নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানে বিনামূল্যে এক ডোজ টাইফয়েড টিকা পাবে। আগামী ১৩ নভেম্বর পর্যন্ত চলবে এ মাসব্যাপী টিকাদান কার্যক্রম।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, সারা দেশে প্রায় ৫ কোটি শিশুকে টিকা দেওয়া হবে। শিক্ষা প্রতিষ্ঠানের বাইরে থাকা শিশুরা নিকটস্থ ইপিআই কেন্দ্রের মাধ্যমে কমিউনিটি পর্যায়ে টিকা নিতে পারবে।
কক্সবাজারে এ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত হয় শনিবার সকালে বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শাহ আবদুল জব্বার মিলনায়তনে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ইমরান হোসাইন সজীব। সিভিল সার্জন ডা. মোহাম্মদুল হক সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নীলুফা ইয়াসমিন চৌধুরী, বায়তুশ শরফ কমপ্লেক্সের মহাপরিচালক এম এম সিরাজুল ইসলাম, এবং জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপপরিচালক বিপ্লব বড়ুয়া।
জেলা স্বাস্থ্য বিভাগের তথ্যানুযায়ী, কক্সবাজার জেলায় মোট ২ হাজার ৯৩৬টি টিকাদান কেন্দ্রে ৯ মাস থেকে ১৫ বছর বয়সী শিশুদের এক ডোজ করে টাইফয়েড টিকা দেওয়া হচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে রেজিস্ট্রেশনকৃত শিক্ষার্থীদের টিকা প্রদান করে ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
এই কর্মসূচির মাধ্যমে কক্সবাজার জেলায় মোট ৯ লক্ষ ৬ হাজার ৫৫৪ জন শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে জেলা স্বাস্থ্য বিভাগ।
0 Comments