কক্সবাজারে সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের ৫ সদস্য গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার:


কক্সবাজার পৌরসভার সাংস্কৃতিক কেন্দ্র এলাকায় সংঘবদ্ধ ছিনতাইয়ের ঘটনায় কক্সবাজার সদর মডেল থানা পুলিশের অভিযানে ৫ জন পেশাদার ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ১০টি মোবাইল ফোন, ছিনতাই কাজে ব্যবহৃত ১টি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

ঘটনাটি ঘটে গত ১৯ অক্টোবর ২০২৫ তারিখে বিকেল আনুমানিক ৭টার দিকে। জানা যায়, কক্সবাজার পৌরসভাস্থ সাংস্কৃতিক কেন্দ্র এলাকায় এক ব্যক্তি তার ব্যবহৃত মোবাইল ফোন ছিনতাইয়ের শিকার হন। ঘটনার পরপরই কক্সবাজার জেলা পুলিশের নজরে বিষয়টি এলে সদর মডেল থানা পুলিশের একটি বিশেষ অভিযানিক দল থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে দ্রুত অভিযান পরিচালনা করে।

অভিযানে জড়িত সংঘবদ্ধ ছিনতাই চক্রের মোট ৫ জন সদস্যকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ছিনতাইকৃত মোবাইলসহ মোট ১০টি মোবাইল ফোন এবং ছিনতাই কাজে ব্যবহৃত ১টি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে কক্সবাজার জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

Post a Comment

0 Comments