টেকনাফে পাহাড় থেকে নারী-শিশুসহ ৬৬ জনকে উদ্ধার করেছে যৌথ বাহিনী




কক্সবাজারের টেকনাফে গহীন পাহাড় থেকে অপহৃত নারী ও শিশুসহ ৬৬ জনকে উদ্ধার করেছে যৌথ বাহিনী। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাতে এক ক্ষুদে বার্তায় এ তথ্য নিশ্চিত করেছে কোস্ট গার্ড।

বার্তায় বলা হয়, টেকনাফের বাহারছড়া ইউনিয়নের দুর্গম পাহাড়ি এলাকায় বাংলাদেশ নৌবাহিনী ও কোস্ট গার্ড যৌথ অভিযান পরিচালনা করে। অভিযানে পাচারের উদ্দেশ্যে বন্দি করে রাখা নারী-শিশুসহ মোট ৬৬ জনকে নিরাপদে উদ্ধার করা হয়।

এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানানো হয়েছে। কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়, এ বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।

Post a Comment

0 Comments