মন কাঁদে তোমার জন্য
মো আরিফ উল্লাহ
এতোটা দূরত্ব সহ্য হবে না,
তোমারই জন্য মন কাঁদবে সনা।
তুমি হও আমার অভ্যাস,
ভালোবাসায় দাও আশ্বাস।
দুঃসময়ে থেকো পাশে,
নিন্দুকেরা যাক দূর আকাশে।
আল্লাহর প্রতি রেখো ভরসা,
আমার ওপর রাখো বিশ্বাস।
দেখবে একদিন সফল হবো,
মুছে যাবে দুঃখ, হতাশার সব।
তোমায় রাখবো আপন করে,
হালাল পথে সংগ্রাম ধরে।
যদি আসে কষ্ট সন্ধ্যারাতে,
আলো আসবে আমার ঘরে—
চাঁদের পরই সূর্য ওঠে।
তোমার চোখে সকাল হোক,
তোমারেই নামুক সন্ধ্যা।
তোমার মাঝে জীবন মোর,
ভালোবাসায় না আসুক ছন্দহারা ধাঁধা।
0 Comments