কক্সবাজার শহরের কস্তুরাঘাট সংলগ্ন বাঁকখালী নদীর তীর দখল করে নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান শুরু করেছে জেলা প্রশাসন ও বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহণ কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।
আজ সোমবার সকালে শুরু হওয়া অভিযানে শতাধিক পাকা ও সেমিপাকা ঘরবাড়ি, দোকানপাটসহ বিভিন্ন স্থাপনা উচ্ছেদ করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিএ কক্সবাজার কার্যালয়ের সহকারী পরিচালক মো. খায়রুজ্জামান।
তিনি জানান, বাঁকখালী নদীর তীর দখলমুক্ত করে এর স্বাভাবিক গতি ও প্রবাহ ফিরিয়ে আনতেই এ উচ্ছেদ অভিযান চালানো হচ্ছে।
উল্লেখ্য, গত ২৪ আগস্ট হাইকোর্টের এক রায়ে বাঁকখালী নদীর অবৈধ দখল উচ্ছেদ ও দূষণমুক্ত করার নির্দেশ দেওয়া হয়। এ প্রেক্ষিতে গত শনিবার কক্সবাজার জেলা প্রশাসনের উদ্যোগে নৌপরিবহন উপদেষ্টা ড. এম সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে এক বিশেষ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। ওই সভার সিদ্ধান্ত অনুযায়ী রবিবার থেকে প্রশাসন উচ্ছেদ কার্যক্রম শুরু করে।
0 Comments