ওয়ার্ল্ড ওয়াটার উইক উপলক্ষে Participatory Research & Action Network (PRAAN) ও অ্যাকশনএইড বাংলাদেশ-এর সহযোগিতায় স্টুডেন্টস' প্ল্যাটফর্ম বাংলাদেশের উদ্যোগে “Water Move Campaign 2025” এর অংশ হিসেবে কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত এ কর্মসূচিতে স্থানীয় স্বেচ্ছাসেবী যুব সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, কক্সবাজারসহ দেশের উপকূলীয় অঞ্চলে বিশুদ্ধ পানির প্রাপ্যতা ক্রমশ হুমকির মুখে পড়ছে। পানি দূষণ, লবণাক্ততা, আকস্মিক বন্যা ও দূষণের পাশাপাশি জলবায়ু পরিবর্তনের প্রভাবে নদী ভাঙন ও সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির কারণে সুপেয় পানির সংকট দিন দিন তীব্র আকার ধারণ করছে। বক্তারা সকল নাগরিকের জন্য ন্যায্য পানি প্রাপ্তি নিশ্চিত করতে পানি উৎস সংরক্ষণ, ভূ-উপরিস্থ পানির টেকসই ব্যবহার এবং পরিবেশবান্ধব প্রযুক্তির উদ্ভাবনের ওপর গুরুত্ব আরোপ করেন।
স্টুডেন্টস' প্ল্যাটফর্ম বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মোহাম্মদ আরিফ উল্লাহ বলেন, “আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর পৃথিবী আমরা রেখে দিতে চাই। তাই পরিবেশ ও জলবায়ু নিয়ে আমাদের আন্দোলন চলতেই থাকবে।”
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইউথ স্টুডেন্ট প্ল্যাটফর্ম বাংলাদেশের উপদেষ্টা ও হিউম্যান রাইটস ডিফেন্ডারস ফোরাম কক্সবাজারের সদস্য সচিব মিজানুর রহমান বাহাদুর।
এ সময় বক্তব্য রাখেন—বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) কক্সবাজার জেলা কমিটির সহ-সভাপতি নেজাম উদ্দিন, সিনিয়র প্রোগ্রাম অফিসার (ইউথ) শুভেন্দু বিশ্বাস, স্টুডেন্টস' প্ল্যাটফর্ম বাংলাদেশের সাধারণ সম্পাদক রিচি মনি, নবনিতা যুব মহিলা ক্লাবের সভাপতি ফাতেমা আক্তার তানিয়া, রাখাইন টেকসই উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক মনথেহ্ল্যা রাখাইন, হেল্প ইউ ক্লাবের সাধারণ সম্পাদক ইব্রাহিম বাবু এবং গ্রীন ভয়েস কক্সবাজার জেলা কমিটির সভাপতি শহিদুল ইসলাম সাহেদ।
এছাড়া স্টুডেন্টস’ প্ল্যাটফর্ম বাংলাদেশের প্রায় ২০ জন স্বেচ্ছাসেবক মানববন্ধন বাস্তবায়নে সক্রিয় ভূমিকা পালন করেন।
0 Comments