কক্সবাজারের বাঁকখালী নদীর তীরে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান স্থানীয়দের বাধার মুখে সাময়িকভাবে স্থগিত করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।
শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে বিআইডব্লিউটিএর পরিচালক একেএম আরিফ উদ্দিনের নেতৃত্বে শহরের ৬ নম্বর ঘাট এলাকায় উচ্ছেদ অভিযানের প্রস্তুতি নেয় কর্তৃপক্ষ। এ সময় স্থানীয় বাসিন্দারা বিমানবন্দর সড়কে নেমে বিক্ষোভে অংশ নেন। হঠাৎ উত্তেজনা ছড়িয়ে পড়লে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের পাশাপাশি অভিযানে থাকা কর্মকর্তা-কর্মচারীরাও আটকা পড়ে যান।
পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় বেলা সাড়ে ১১টার দিকে অভিযান সাময়িক স্থগিতের ঘোষণা দেন বিআইডব্লিউটিএর পরিচালক।
0 Comments