স্বাস্থ্য সচেতন প্রজন্ম গড়তে রক্তের গ্রুপ জানা জরুরি—অধ্যক্ষ এস এম আকতার উদ্দিন চৌধুরী

স্টাফ রিপোর্টার:
কক্সবাজার সিটি কলেজে স্টুডেন্টস’ প্ল্যাটফর্মের ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্প
১১৮ শিক্ষার্থীর রক্তের গ্রুপ নির্ণয়



কক্সবাজার সিটি কলেজে স্টুডেন্টস’ প্ল্যাটফর্মের উদ্যোগে মঙ্গলবার একটি ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। সকাল ১১টা থেকে বেলা ২টা পর্যন্ত চলা এ কার্যক্রমে মোট ১১৮ জন শিক্ষার্থীর রক্তের গ্রুপ নির্ণয় করা হয়, যা শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ এস এম আকতার উদ্দিন চৌধুরী। তিনি বলেন, “নিজের রক্তের গ্রুপ জানা বর্তমানে অত্যন্ত জরুরি। এমন উদ্যোগ শিক্ষার্থীদের রক্তদানে উৎসাহিত করবে এবং জরুরি পরিস্থিতিতে তাৎক্ষণিক সহায়তা নিশ্চিত করতে সহায়ক হবে।” অধ্যক্ষ সংগঠনকে ধন্যবাদ জানিয়ে ভবিষ্যতেও শিক্ষার্থীদের কল্যাণমূলক এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।

সংগঠনের উপদেষ্টা ও কলেজের সহযোগী অধ্যাপক শরমিন সিদ্দিকা লিমা শিক্ষার্থীদের মাঝে রক্তের গ্রুপ কার্ড বিতরণের মাধ্যমে কার্যক্রমের শুভ উদ্বোধন করেন এবং বলেন, “বর্তমান সময়ে শিক্ষার্থীদের স্বাস্থ্য-সচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি। অনেক শিক্ষার্থীই নিজের রক্তের গ্রুপ না জানার কারণে জরুরি মুহূর্তে সমস্যায় পড়ে। স্টুডেন্টস’ প্ল্যাটফর্মের এই ক্যাম্প শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি, রক্তদানে আগ্রহ তৈরি এবং জরুরি চিকিৎসা সহায়তায় দ্রুত ব্যবস্থা গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এ ধরনের কার্যক্রম শুধু শিক্ষার্থীদের উপকারই করে না, বরং একটি মানবিক ও দায়িত্বশীল প্রজন্ম গঠনে সহায়তা করে। 

স্টুডেন্টস’ প্ল্যাটফর্মের প্রতিষ্ঠাতা জানান, শিক্ষার্থীদের পক্ষ থেকে তারা ব্যাপক ইতিবাচক সাড়া পেয়েছেন। তিনি কলেজ কর্তৃপক্ষ, উপদেষ্টা এবং সংগঠনের সকল সদস্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ক্যাম্পে অংশ নেওয়া এক শিক্ষার্থী বলেন, “ভাই ও আপুরা খুব আন্তরিকভাবে রক্তের গ্রুপ পরীক্ষা করেছেন এবং একটি সুন্দর কার্ডও দিয়েছেন। আমাদের জন্য এটি খুবই সহায়ক হয়েছে।”

দিবসব্যাপী এ কার্যক্রমে সংগঠনের সক্রিয় সদস্যরা—শামিম হোসেন, আরিয়া আক্তার, মনিরুল আজিম, রিচি মনি, সাদ্দাম হোসেন আরিফ, অমর ফারুক, নাছিমা আক্তার, ইমরান হোসেন বাবু, রহমত উল্লাহ ও আরিফ উল্লাহ—সক্রিয়ভাবে অংশগ্রহণ করে কার্যক্রমটি সফল করতে অবদান রাখেন।

Post a Comment

0 Comments