উখিয়া (কক্সবাজার), ২৯ সেপ্টেম্বর ২০২৫ :
কোস্ট ফাউন্ডেশনের উদ্যোগে উখিয়া ও টেকনাফ উপজেলার ২০০ স্থানীয় ফুটবল খেলোয়াড়কে প্রশিক্ষণ প্রদানের কর্মসূচির উদ্বোধন হয়েছে। এর মধ্যে ৮০ জন নারী খেলোয়াড়ও রয়েছেন। সোমবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১০টায় পালংখালী ইউনিয়নের থাইংখালী উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উখিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সরোয়ার জাহান চৌধুরী। সভাপতিত্ব করেন কোস্ট ফাউন্ডেশনের আঞ্চলিক টিম লিডার জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৮ এপিবিএনের সহকারী পুলিশ সুপার আব্দুল জলিল, সেভ দ্য কক্সবাজারের চেয়ারম্যান তৌহিদ বেলাল এবং ইউএনএইচসিআরের স্পোর্টস ফোকাল জামাল উদ্দিন।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, কুতুপালং উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান, উখিয়া ইমাম সমিতির সাধারণ সম্পাদক জাফর আলম, কুতুপালং উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষিকা মুক্তা রানী দে, থাইংখালী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি, অনূর্ধ্ব-১৯ দলের খেলোয়াড় মুন্তাসিম সাহেদসহ অন্যান্য অতিথিবৃন্দ। অনুষ্ঠানে ৪০ জন নারী ফুটবল প্লেয়ার ও ৪ জন কোচ অংশগ্রহণ করেন।
বক্তারা বলেন, খেলাধুলা শুধু শরীর ও মনকে সুস্থ রাখে না, বরং যুব সমাজকে মাদক, সন্ত্রাস ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে কার্যকর ভূমিকা পালন করে। খেলাধুলার মাধ্যমে নারীদের ক্ষমতায়ন, নেতৃত্বের গুণাবলি বিকাশ এবং সামাজিক বন্ধন সুদৃঢ় হয়। বিশেষ করে কক্সবাজারের মতো এলাকায় খেলাধুলা তরুণদের জন্য ইতিবাচক একটি প্ল্যাটফর্ম তৈরি করবে বলে বক্তারা আশা প্রকাশ করেন।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি গোলপোস্টে ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে কোচিং কার্যক্রমের উদ্বোধন করেন।
0 Comments