১৪০ শিক্ষার্থীর রক্তের গ্রুপ নির্ণয় করল স্টুডেন্টস’ প্ল্যাটফর্ম





স্টুডেন্টস’ প্ল্যাটফর্ম বাংলাদেশ আজ ১৮ জানুয়ারি ২০২৬ তারিখে উত্তরণ মডেল স্কুলে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কার্যক্রম পরিচালনা করেছে। সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চলা এ কার্যক্রমে মোট ১৪০ জন শিক্ষার্থীর রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।

অনুষ্ঠানের উদ্বোধন করেন স্কুলের প্রধান শিক্ষক মো. নাছির উদ্দীন। তিনি বলেন, এ ধরনের সামাজিক কার্যক্রম সমাজ পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শিক্ষাজীবনের শুরুতেই শিক্ষার্থীরা রক্তদানের গুরুত্ব সম্পর্কে জানার সুযোগ পেলে ভবিষ্যতে তারা মানবিক কাজে আরও আগ্রহী হবে।

কার্যক্রমে শিক্ষার্থীদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। রক্তের গ্রুপ নির্ণয়ের পাশাপাশি শিক্ষার্থীদের রক্তদানের উপকারিতা, নিরাপদ রক্তদান এবং মানবিক দায়িত্ব সম্পর্কে ধারণা দেওয়া হয়।

স্টুডেন্টস’ প্ল্যাটফর্ম বাংলাদেশের আহ্বায়ক মো. শামিম হোসেন বলেন, “রক্তের অভাবে যেন কোনো মানুষের জীবন ঝরে না যায়—এই লক্ষ্য থেকেই আমাদের উদ্যোগ। শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা তৈরি করাই আমাদের মূল উদ্দেশ্য। আজ যারা রক্তের গ্রুপ জানল, তারাই আগামী দিনে স্বেচ্ছাসেবী রক্তদাতা হিসেবে সমাজে ভূমিকা রাখবে বলে আমরা বিশ্বাস করি।”

এ সময় সদস্য সচিব মনিরুল আজিমসহ উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য রিচি মনি, সাজেদা আক্তার সাজু ও ফারজানা আকতার। তারা শিক্ষার্থীদের উৎসাহ দেন এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।

Post a Comment

0 Comments