কক্সবাজার জেলার চলমান ১১ থেকে ২০ তম গ্রেডের কর্মচারী নিয়োগ পরীক্ষা সম্পর্কে সুস্পষ্ট বিবৃতি
-----------------------------
কক্সবাজার জেলার স্বাস্থ্য বিভাগের মাঠ পর্যায়ে জনবল সংকট দীর্ঘদিনের। সংকট অধিকতর ঘনীভূত হয় জোরপূর্বক বাস্তচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীর আগমনে। উদ্ভুত সংকট মোকাবিলা করে বিদ্যমান সরকারি সীমিত জনবল ও উন্নয়ন সহযোগী সংস্থার সম্পূরক জনবলের ঐকান্তিক প্রয়াস জেলার জনগণের স্বাস্থ্য সেবা অব্যাহত রাখছে।
জনসাধারণের মানসম্মত সেবা প্রাপ্তি নিশ্চিত করতে জনবল সংকট দূরীকরণে ২০২৪ সালের শুরুতে মাঠপর্যায়ে জনবল নিয়োগের উদ্যোগ গ্রহণ করা হলেও আইনী জটিলতাসহ বিবিধ বাধায় নিয়োগ কার্যক্রম সম্পন্ন করা যায়নি।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নির্দেশনার আলোকে স্বাস্থ্য অধিদপ্তরের তত্ত্বাবধানে চট্টগ্রাম বিভাগের পরিচালক ( স্বাস্থ্য)- এর নেতৃত্বে কক্সবাজার সিভিল সার্জন কার্যালয়ের সময়োপযোগী পদক্ষেপ গ্রহণের ফলে নিয়োগ কার্যক্রমের বিদ্যমান বাধাসমূহ অপসারণ করা হয়েছে। সেই ধারাবাহিতায় জেলার জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, শিক্ষা বিভাগসহ সংশ্লিষ্ট সকলের ঐক্যবদ্ধ প্রয়াসে বিগত ২৬ ডিসেম্বর, ২০২৫ খ্রি. লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। প্রশ্নপত্র প্রণয়ন ও উত্তরপত্র মূল্যায়নে কঠোর গোপনীয়তা ও নিরাপত্তা নিশ্চিতকরণ সহ সরকার নির্ধারিত বিধি যথাবিহিত অনুসরণ করা হয়েছে। অনুষ্ঠিত লিখিত পরীক্ষায় ৩৭টি কেন্দ্রে ১৮৬৩৬ জন আবেদনকারীর বিপরীতে. ৯৮৪০... জন পরীক্ষার্থী ৭ টি পদে নিয়োগ লাভের জন্য অংশগ্রহণ করেছেন।
মন্ত্রণালয় গঠিত নিয়োগ কমিটির সকল সদস্য সততা, পেশাগত নৈতিকতা ও দক্ষতার সাথে নিয়মমাফিক উত্তরপত্র মূল্যায়ন করে মেধার ভিত্তিতে লিখিত পরীক্ষার ফলাফল ঘোষনা করেছেন। একইভাবে আগামীতে অনুষ্ঠিতব্য ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা সম্পন্ন করার দৃঢ আশাবাদ ব্যক্ত করেছেন। লিখিত, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষায় প্রাপ্ত মোট নম্বরের ভিত্তিতেই মেধাক্রম নির্ধারণ করা হবে এবং সর্বশেষ সরকারি প্রজ্ঞাপন মোতাবেক কোটার বিধানসমূহ প্রতিপালন করে চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হবে এবং আদালতের রায়ে স্বাস্থ্য সহকারী দের ১৯ টি পদ সংরক্ষণ করা হয়েছে।
বিগত ২৬ ডিসেম্বর লিখিত পরীক্ষা গ্রহণ ও সম্ভাব্য দ্রূততম সময়ে ফলাফল ঘোষনার পরও বিস্ময়ের সাথে লক্ষ্য করা যাছে যে, সামাজিক যোগাযোগ মাধ্যমের কিছু অ্যাকাউন্ট থেকে নিয়োগ সম্পর্কে অসত্য তথ্য প্রকাশ ও গুজব রটনা করা হচ্ছে,
ভিত্তিহীন অভিযোগ প্রকাশ করে পুরো নিয়োগ প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করা অপচেষ্টা করা হচ্ছে। এমতাবস্থায়, আমরা দ্ব্যর্থহীনভাবে জানাতে চাই, চলমান নিয়োগ প্রক্রিয়ায় নিয়োগ কমিটির বাইরের কারও সম্পৃক্ত হওয়ার কিংবা সদস্যদের কোনরূপ প্রভাবিত করার সুযোগ নেই। তারপরও নিয়োগ প্রক্রিয়াকে বিতর্কমুক্ত রাখা, অপতথ্য ও প্রতারণা রোধদের লক্ষ্যে সকলের দৃষ্টি আকর্ষন করে নিম্নলিখিত অনুরোধ করছি:
১. চলমান নিয়োগ প্রক্রিয়ার কোনো পর্যায়ে কারও সাথে কোনোরূপ আর্থিক লেনদেন বা প্রতিশ্রুতি করবেন না। কারণ এধরণের লেনদেন বা প্রতিশ্রুতিতে প্রতারিত হবেন এটা নিশ্চিত।
২. নিয়োগ প্রক্রিয়াকে বিতর্কমুক্ত রেখে আপনার স্বাস্থ্য সেবার জন্য যোগ্য সেবাদাতা নিয়োগের লক্ষ্যে এই ধরণের আর্থিক লেনদেন+ প্রতিশ্রুতির কোনো প্রমানক পেলে তাৎক্ষণিকভাবে সিভিল সার্জনকে সরাসরি অবহিত করুন।
পুনশ্চ: সামাজিক যোগাযোগ মাধ্যমে উত্থাপিত অভিযোগসমূহ যাচাই করে দেখা গেছে অভিযোগ সমুহ সম্পুর্ন মিথ্যা ও উদ্দেশ্যেপ্রণোধিত। মিথ্যা অভিযোগকারী ও গুজব রটনাকারীদের বিরুদ্ধে যথাসময়ে আইনানুগ ব্যবস্থা গ্রগণ করা হবে।
----- ডা. মোহাম্মদুল হক,
সিভিল সার্জন, কক্সবাজার।

0 Comments