অপহরণের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছে টেকনাফবাসী




কক্সবাজার, ৩ ডিসেম্বর ২০২৫:
কোস্ট ফাউন্ডেশন আজ বিকাল ৩টায় টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নে “অপহরণ প্রতিরোধে করনীয় বিষয়ক মতবিনিময় সভা” আয়োজন করে। কক্সবাজারের উখিয়া ও টেকনাফ অঞ্চলে সাম্প্রতিক সময়ে অপহরণের ঘটনা বৃদ্ধি পাওয়ায় স্থানীয় পর্যায়ে সচেতনতা ও সমন্বয় বৃদ্ধির লক্ষ্যে সভার আয়োজন করা হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার ৪ আসনের সাবেক সাংসদ ও হুইপ শাহজাহান চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া ও টেকনাফ সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রকিবুল হাসান, অনুষ্ঠান সঞ্চালনা করেন কোস্ট ফাউন্ডেশনের সহকারী পরিচালক জাহাঙ্গীর আলাম। আরও উপস্থিত ছিলেন টেকনাফ থানার অফিসার ইন চার্জ সাইফুল ইসলাম, টেকনাফ উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক  শাহাদাত হোসেন, দৈনিক আজকের বাংলা পত্রিকার উপ-সম্পাদক বেলাল, সহকারী পাবলিক প্রসিকিউটর আবু মুসা মোহাম্মদ, বাহারছড়া তদন্ত কেন্দ্রের পরিদর্শক দূর্জয় বডুয়া, টেকনাফ উপজেলা জামায়াতের আমির মো. রফিকুল্লাহ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন খোকন, এ ছাড়া বিভিন্ন গণমাধ্যম প্রতিনিধি, স্থানীয় নেতৃবৃন্দ, ছাত্র প্রতিনিধি, সমাজকর্মী ও সিভিল সোসাইটি সদস্যরা সভায় অংশগ্রহণ করেন।


শাহজাহান চৌধুরী বলেন:
এখন যে ডাকাতির ঘটনা বাড়ছে এর জন্য আমরা নিজেরাই আংশিকভাবে দায়ী। কারণ আমরা একে অপরকে সহযোগিতা করতে চাই না। আমাদের মানসিকতা নষ্ট হয়ে গেছে।  ইউনিয়ন পরিষদকে আরও শক্তিশালী ভূমিকা ও সক্ষমতার প্রমাণ দিতে হবে। 

মোঃ রকিবুল হাসান বলেন: 
সীমান্তবর্তী এলাকা, পাহাড়ি বনাঞ্চল ও দূরবর্তী গ্রামগুলো অপহরণের উচ্চঝুঁকির এলাকায় পরিণত হয়েছে। তিনি স্থানীয় মানুষের সহযোগিতা কামনা করেন এবং অপহরণ প্রতিরোধে তাৎক্ষণিকভাবে থানায় বা ৯৯৯-এ যোগাযোগ করতে বলেন, ঘটনা সম্পর্কিত প্রমাণ সংরক্ষণ করতে হবে এবং তথ্য ফাঁস না করার পরামর্শ দেন।


শাহাদাত হোসেন বলেন:
“অপহরণের পেছনে যারা মূল কারিগর, তাদের অবশ্যই চিহ্নিত করতে হবে। এ ঘটনায় জড়িত সবাইকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।


আমজাদ হোসেন বলেন:
“আমি এবং আমার ইউনিয়ন পরিষদ নিয়মিতভাবে নিরাপত্তা ও আইনশৃঙ্খলা উন্নয়নে কাজ করে যাচ্ছি। আমাদের ইউনিয়নের সংযোগ সড়কের পাশের দোকানগুলো বন্ধ করতে হবে —এগুলো পর্যবেক্ষণ ও প্রয়োজন হলে নিয়ন্ত্রণ করতে হবে। অপরাধচক্রে জড়িত পরিবারের সদস্যদের সামাজিকভাবে চিহ্নিত করে নজরদারির আওতায় আনা জরুরি। 

 সাইফুল ইসলাম বলেন:
“আমি সদ্য টেকনাফ থানায় যোগদান করেছি। আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে এলাকার নিরাপত্তায় কাজ করব। শিগগিরই স্থানীয়ভাবে কমিটি গঠন করা হবে। আপনারা আমাকে জানালে আমি দ্রুত ব্যবস্থা নেব।

আবু মুসা মোহাম্মদ বলেন:
এলাকার সন্তান হিসেবে আমি মনে করি—কমিউনিটির সচেতনতা বৃদ্ধি পেলেই এই অপরাধ অনেকাংশে কমানো সম্ভব। আইন-শৃঙ্খলা বাহিনী, স্থানীয় নেতৃবৃন্দ ও জনগণের যৌথ উদ্যোগ ছাড়া সফলতা অর্জন সম্ভব নয়।”

মো. রফিকুল্লাহ বলেন:
 এটি শুধু আইন-শৃঙ্খলার নয়, বৃহত্তর সামাজিক সমস্যা। তাই রাজনৈতিক ভেদাভেদ ভুলে পরিবার, সমাজ, মসজিদ ও গণমাধ্যমসহ সবাইকে একসঙ্গে সচেতনতায় কাজ করতে হবে।

Post a Comment

0 Comments