পরিবেশবান্ধব বিদ্যুৎ উৎপাদনের আহ্বান কক্সবাজারে সমাবেশে



তারিখ: ৭ সেপ্টেম্বর ২০২৫
স্থান: কক্সবাজার পৌরসভা চত্তর


“নীল আকাশের জন্য আন্তর্জাতিক নির্মল বায়ু দিবস ২০২৫” উপলক্ষে কক্সবাজারে এক বর্ণাঢ্য সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত হয়। এ কর্মসূচির আয়োজন করে Just Energy Transition Network (JETNET BD)–এর সদস্য সংগঠনসমূহ—সংশপ্তক, হিউম্যান রাইটর্স ডিফেন্ডারর্স ফোরাম (HRDF) কক্সবাজার, কক্সবাজার সুরক্ষা মঞ্চ, রাখাইন টেকসই উন্নয়ন সংস্থা, উন্নয়ন ফাউন্ডেশন এবং স্টুডেন্টস প্ল্যাটফর্ম বাংলাদেশ। অনুষ্ঠানে সহযোগিতা করে অ্যাকশনএইড বাংলাদেশ।

সমাবেশে বক্তারা বলেন, জীবাশ্ম জ্বালানির অতিরিক্ত ব্যবহার, যানবাহন ও কলকারখানার ধোঁয়া, ইটভাটায় কাঠ ও কয়লা পোড়ানোসহ নানা কারণে বায়ুমণ্ডল ভয়াবহভাবে দূষিত হচ্ছে। বিশেষত মহেশখালীর মাতারবাড়ি তাপবিদ্যুৎ কেন্দ্র কক্সবাজার অঞ্চলে বায়ু দূষণের অন্যতম প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে। এছাড়া কক্সবাজার পৌর শহরের অভ্যন্তরে ময়লার ডাম্পিং স্টেশন থেকেও মারাত্মক দূষণ ছড়াচ্ছে।

বক্তারা জোর দিয়ে বলেন, দূষণ কমাতে নবায়নযোগ্য জ্বালানির মাধ্যমে পরিবেশবান্ধব বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থা সম্প্রসারণ করতে হবে। এতে শুধু কার্বন-ডাই-অক্সাইডের মাত্রা কমবে না, বরং মানুষের নানা রোগবালাইও হ্রাস পাবে। সবার জন্য ন্যায্য মূল্যে টেকসই বিদ্যুৎ নিশ্চিত করতে হলে সরকারকে পরিকল্পিত উদ্যোগ, গবেষণা ও বিনিয়োগ বাড়াতে হবে।

র‍্যালি পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন মানবাধিকার কর্মী এডভোকেট আব্দুর শুকুর, কক্সবাজার সুরক্ষা মঞ্চের সভাপতি এডভোকেট সাকি এ কাউসার, বিশিষ্ট নারী নেত্রী ও আইনজীবী রাবিয়া সুলতানা, অ্যাডভোকেট মফিজুল আলম, রাখাইন টেকসই উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক মংথেহ্ল্যা রাখাইন, উন্নয়ন ফাউন্ডেশনের সভাপতি দীপক বড়ুয়া এবং স্টুডেন্টস প্ল্যাটফর্ম বাংলাদেশের সাধারণ সম্পাদক রিচি মনি।

সমাবেশ সঞ্চালনা করেন হিউম্যান রাইটর্স ডিফেন্ডারর্স ফোরাম (HRDF) কক্সবাজারের সদস্য সচিব ও মানবাধিকার কর্মী মিজানুর রহমান বাহাদুর।

শিক্ষার্থী, আইনজীবী, সাধারণ নাগরিকসহ মানবাধিকার ও পরিবেশ কর্মীরা সমাবেশ ও র‍্যালিতে অংশগ্রহণ করেন। র‍্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে কক্সবাজার কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।

Post a Comment

0 Comments