আজ ১৮ আগস্ট থেকে ২৪ আগস্ট পর্যন্ত দেশব্যাপী উদযাপিত হচ্ছে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫, যার উদ্বোধন করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। রাজধানীর আগারগাঁওয়ে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে তিনি জাতীয় মৎস্য সপ্তাহের সূচনা করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপদেষ্টা পরিষদের সদস্য, সরকারের জ্যেষ্ঠ কর্মকর্তা, মৎস্যচাষী, উদ্যোক্তা ও গবেষকগণ।
উদ্বোধনী ভাষণে অধ্যাপক ইউনূস বলেন, “মৎস্য খাতের উন্নয়নে প্রকৃতি ও পানির প্রতি সদয় মনোভাব রাখতে হবে।” মন্ত্রণালয় সূত্র জানায়, মৎস্য সপ্তাহে দেশব্যাপী প্রদর্শনী, কর্মশালা ও আলোচনা সভার মাধ্যমে চাষাবাদে আধুনিক প্রযুক্তি, মাছের রক্ষণাবেক্ষণ ও বাজারজাতকরণ বিষয়ে সচেতনতা বৃদ্ধি করা হবে।
কক্সবাজারেও জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র্যালী, মাছের পোনা অবমুক্তকরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা কমিটির উদ্যোগে সকালেই জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে ব্যানার ফেস্টুনসহ র্যালী শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে লালদিঘীতে পৌঁছে। সেখানে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়।
পরবর্তীতে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইমরান হোসাইন সজীব। তিনি বলেন, “মৎস্য সম্পদ শুধু খাদ্যের চাহিদা পূরণ করে না, এটি দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।”
সভায় জেলা মৎস্য কর্মকর্তা সুজয় পাল সভাপতিত্ব করেন। এতে বিএফআরআই উপ-পরিচালক, বিএফডিসি কর্মকর্তা, সরকারি বিভিন্ন দপ্তরের প্রতিনিধি, পুলিশ, হ্যাচারী মালিক, মৎস্য ব্যবসায়ী, মৎস্যজীবী সমিতি ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনায় নিরাপদ মাছ উৎপাদন, মৎস্য সম্পদ সংরক্ষণ এবং অভয়াশ্রম গড়ে তোলা বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।
0 Comments