চরফ্যাশন ও মনপুরায় নিম্নচাপ ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে কোস্ট ফাউন্ডেশনের মানবিক সহায়তা অব্যাহত
মনপুরা, ১ জুলাই ২০২৫:
স্টার্ট ফান্ড বাংলাদেশের সহযোগিতায় কোস্ট ফাউন্ডেশন চরফ্যাশন ও মনপুরা উপজেলার চরাঞ্চলে সম্প্রতি সৃষ্ট নিম্নচাপজনিত ঘূর্ণিঝড় 'শক্তি'র প্রভাবে ক্ষতিগ্রস্ত পরিবারসমূহের মাঝে মানবিক সহায়তা প্রদান কার্যক্রম অব্যাহত রেখেছে।
এই কার্যক্রমের আওতায় আজ ১ জুলাই ২০২৫ তারিখে মনপুরা উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের ৭৪টি ক্ষতিগ্রস্ত পরিবারকে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে প্রত্যেককে ৬,০৯০ টাকা করে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। এ পর্যন্ত মোট ৪২২টি পরিবারকে নগদ অর্থ সহায়তা দেওয়া হয়েছে।
এছাড়াও কোস্ট ফাউন্ডেশন অবশিষ্ট ৭৮টি ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা প্রদানের লক্ষ্যে মাঠপর্যায়ে কাজ চালিয়ে যাচ্ছে। এর আওতায় রয়েছে গবাদি পশুর খাদ্য বিতরণ, ক্ষতিগ্রস্ত পরিবারকে ‘কাজের বিনিময়ে অর্থ’ কর্মসূচির মাধ্যমে সহায়তা, এবং স্থানীয় জনগণের মতামতের ভিত্তিতে রাস্তা, কালভার্ট, সাঁকো ইত্যাদি অবকাঠামোর মেরামত ও উন্নয়ন কার্যক্রম।
উল্লেখ্য, কোস্ট ফাউন্ডেশন দুর্যোগ মোকাবিলা ও দুর্যোগ পরবর্তী পুনর্বাসন কার্যক্রমে বরাবরের মতো এবারও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।
0 Comments