ক্রীড়া, পর্যটন ও শিক্ষার উন্নয়ন সীমান্ত সমস্যার সমাধান - টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা


নিজস্ব প্রতিবেদক:
কোস্ট ফাউন্ডেশনের উদ্যোগে এবং ইউএনএইচসিআর-এর সহযোগিতায় সাত দিনের ফুটবল কোচিং প্রশিক্ষণ শেষে সনদ বিতরণ অনুষ্ঠান টেকনাফ উপজেলা পরিষদ হলরুমে  অনুষ্ঠিত হয়েছে। এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন ও অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোস্ট ফাউন্ডেশনের সহকারী পরিচালক ও আঞ্চলিক টিম লিডার জাহাঙ্গীর আলম। সঞ্চালনা করেন কোস্ট ফাউন্ডেশনের স্পোর্টস কো-অর্ডিনেটর মো. আরিফ উল্লাহ।  


অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাত হোসাইন, যুগ্ম সম্পাদক মুহাম্মাদ আলী, কক্সবাজার জেলা প্রেসক্লাবের সভাপতি তৌহিদ বেলাল, ইউএনএইচসিআর-এর ক্রীড়া কর্মকর্তা জামাল উদ্দিন, সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের অর্থ সম্পাদক ছৈয়দ আলম, আরো উপস্থিত ছিলেন তাঞ্জোর পাড়া উচ্চ বিদ্যালয় ও হাজী আলি আসিয়া উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষকগণ, পি সি সি  কমিটির সদস্য, ইউথ লিডারসহ আরো অনেকে। 

প্রধান অতিথি শেখ এহসান উদ্দিন বলেন, হৃদয় নারীদের অন্তর্ভুক্তি অনেক গুরুত্বপূর্ণ এবং কোস্ট ফাউন্ডেশন সেই কাজটি করে যাচ্ছে, তিনি আরো বলেন  “ক্রীড়া, পর্যটন এবং শিক্ষার উন্নয়নই সীমান্ত সমস্যার সমাধানের মূল পথ, তরুণ প্রজন্মকে এগিয়ে নিতে ক্রীড়ার প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া হবে।”  


এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা ক্রীড়া পরিষদের সাবেক সাধারণ সম্পাদক জিয়াউর রহমান, হ্নীলা ইউপি সদস্য বেলাল উদ্দিন, দুবাইস্থ টেকনাফ সমিতির সাধারণ সম্পাদক মুহাম্মাদ শাহ জাহান, টেকনাফ প্রেসক্লাবের সহ-সভাপতি আশেক উল্লাহ ফারুকী এবং পৌর ছাত্রদলের সভাপতি তারেক আহমদ সাগর।  


১৩ নভেম্বর থেকে ২০ ডিসেম্বর পর্যন্ত উখিয়া ও টেকনাফের মোট ৬০ জন কিশোরী ফুটবল খেলোয়াড়কে প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রশিক্ষণ শেষে তাদের মধ্যে সনদ বিতরণ করা হয়।  

অতিথিরা কোস্ট ফাউন্ডেশনের এই উদ্যোগের প্রশংসা করেন এবং বলেন, ক্রীড়া একটি শক্তিশালী মাধ্যম যা সীমান্ত এলাকার কিশোরীদের জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম। এই ধরনের উদ্যোগ সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Post a Comment

0 Comments