সফলভাবে আপিলের প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

কার্যকর বিরোধ নিষ্পত্তিতে মধ্যস্থতা ও সালিশ পদ্ধতির ভূমিকা নিয়ে কর্মশালা অনুষ্ঠিত



কক্সবাজার, ৬ অক্টোবর ২০২৪: আজ বিকেলে কক্সবাজারে "কার্যকর বিকল্প বিরোধ নিষ্পত্তিতে মধ্যস্থতা এবং সালিশ পদ্ধতির ভূমিকা" শীর্ষক এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আপিলের প্রশিক্ষণ বিষয়ক বিশেষ কমিটির আহ্বায়ক জনাব মোহাম্মদ নুরুল আমিনের উদ্যোগে আয়োজিত এই কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর দিলওয়ার আলম চৌধুরী, এডভোকেট মেহতাব সামির সায়েম, এবং আরও অনেক বিশেষজ্ঞ।

কর্মশালার সভাপতিত্ব করেন আপিলের ভারপ্রাপ্ত সভাপতি জনাব নুরুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সহকারী পরিচালক (পাবলিক রিলেশন ও মিডিয়া সেকশন) জনাব ইমাম খায়ের এবং বিভিন্ন গণমাধ্যম ব্যক্তিত্ব। প্রশিক্ষণে অংশ নেন কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আইন বিভাগের শিক্ষার্থীরা এবং অন্যান্য সম্মানিত অতিথিরা।

প্রশিক্ষণটি সফলভাবে সম্পন্ন হওয়ায় আয়োজক কমিটির প্রতি আন্তরিক ধন্যবাদ ও প্রশংসা জানানো হয়।

Post a Comment

0 Comments