বিভিন্ন ইটভাটাকে ১,০০,০০০ টাকা অর্থদন্ড প্রদান করা হয়

আজ সকাল ১১.৩০ টা হতে বিকাল ৪.০০ টা পর্যন্ত ঘুমধুম  ঘুমধুম ইউনিয়নের বিভিন্ন ইটভাটায় পরিবেশ অধিদপ্তর-এর সহযোগীতায়  মোবাইল কোর্ট পরিচালনা করা হয় ।
Published from Blogger Prime Android App
এসময় জনাব আবুল কালাম- এর মালিকানাধীন কে. আর. এস. নামীয় ইটভাটা, ঘুমধুম ইউনিয়নের ফাত্রাঝিরি এলাকায় জনাব বাবুল কোম্পানি- এর মালিকানাধীন এস. এস. বি. নামীয় ইটভাটা ও জনাব জয়নাল- এর মালিকানাধীন জে. এস. বি. নামীয় ইটভাটায় ইট তৈরির সরঞ্জামাদি ও চুল্লি বিনষ্ট করা হয়। এছাড়াও সোনাইছড়ি ইউনিয়নের মরিচ্যা এলাকায় জনাব আবদুর গফুর- এর মালিকানাধীন এফ. ডি. আর. নামীয় ইটভাটায় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ এর ৪ ধারা লংঘনে ১,০০,০০০ টাকা অর্থদন্ড প্রদান করা হয় ।

Post a Comment

0 Comments