৭ দিনব্যাপি ফুটবল প্রশিক্ষণ পাচ্ছে উখিয়া ও টেকনাফের ২১ যুবা

 

ফুটবল প্রশিক্ষণ ২০২৩

১০ অক্টোবল ২০২৩ তারিখে কোস্ট ফাউন্ডেশন উখিয়া ও টেকনাফের ২১ জন স্থানীয় ফুটবল খেলুয়াড়কে ৭ দিনব্যাপি ফুটবল প্রশিক্ষণের আয়োজন করে। উখিয়া বহুমুখী সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে এই প্রশিক্ষণের শুভ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাহাঙ্গীর কবির চৌধুরী, চেয়ারম্যান, রাজাপালং ইউনিয়ন পরিষদ,  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব সালেহ আহমেদ, সহকারী কমিশনার, ভূমি, অনুষ্ঠান সঞ্চালনা করেন ইউনিয়ন কোঅর্ডিনেটর মিজানুর রহমান বাহাদুর। বিশেষ অতিথি হিসেবে ছিলেন মোঃ ইমরুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার, ১৪ এপিবিএন, আন্দুল্লাহ আল মামুন শাহিন, সম্পাদক, উপজেলা ক্রীড়া সংস্থা, ইউএনএইচসিআর এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন, ম্যাথিউ রামসাওয়াক, সিবিপি লিড, ফাই কগিন্স, প্রোগ্রাম অফিসার, জামাল উদ্দিন, স্পোর্টস ফোকাল। এছাড়াও আরো উপ্সথিত ছিলেন, এইচ এম আনোয়ার, উখিয়া উপজেলা প্রেস ক্লাব, প্রধান শিক্ষক, উখিয়া বহুমুখী সরকারী উচ্চ বিদ্যালয়, রাজাপালং ইউনিয়ন পরিষদ সদস্যবৃন্দ, সাংবাদিক, পিসিসি মেম্বার এবং ক্লাব সদস্যবৃন্দ।


 

সকাল ১১ টায় জাতীয় সংগিতের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়, পরবর্তিতে বাছাইকৃত প্রশিক্ষণার্থীরা তাদের পরিচয়, অনুভূতি ও প্রত্যাশা শেয়ার করে। জাহাঙ্গীর আলম, সহকারী পরিচালক, কোস্ট ফাউন্ডেশন শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে উপস্থিত সকলকে ধন্যবাদ জানান এবং সেই সাথে আগামীর পরিকল্পনা তুলে ধরেন। তিনি বলেন আগামী একবছরের মধ্যে উখিয়া ও টেকনাফ উপজেলায় ১০০জন দক্ষ ফুটবল খেলোয়াড় তৈরি করা হবে। প্রকল্পের কার্যক্রম তুলে ধরে তিনি বলেন কোস্ট ২০১৯ হতে ২০২২ পর্যন্ত হোস্ট ও রোহিংগা কমিউনিটির মধ্যে ১৮ টি প্রীতি ফুটবল ম্যাচ আয়োজন, স্থানীয় পর্যায়ে ১৩ টি ম্যাচ ও শুধু মাত্র রোহিঙ্গা সম্প্রদায়ের মধ্যে ১১ টি প্রীতি ফুটবল ম্যাচ আয়োজন করা হয়, সেইসাথে চলতি বছরে ৬টি ফূটবল ম্যাচ সম্পন্ন করা হয় এবং এই প্রশিক্ষণ শেষে ৮টি ক্লাবের সমন্বয়ে একটি টোর্নামেন্ট আয়োজন করা হবে।  

স্পোর্টস কো অর্ডিনেটর মোঃ আরিফ উল্লাহ একটি প্রেজেন্টেশন উপস্থাপনা করেন যেখানে ফূটবল প্রশিক্ষণের উদ্দেশ্য, প্রশিক্ষক ও প্রশিক্ষনার্থী বাছাই প্রক্রিয়া, প্রশিক্ষণ বাস্তবায়নের পদ্বতি এবং প্রশিক্ষণ শেষে কাঙ্ক্ষিত প্রত্যাশার কথা উথে আসে।  

 


বিশেষ অতিথির বক্তব্যে উখিয়া প্রেস ক্লাবের সভাপতি জনাব এইচ এম আনোয়ার বলেন, প্রশিক্ষণটি বর্তমান যুব সমাজের জন্য খুবই প্রয়োজনীয়, কিন্তু এই প্রশিক্ষণের মেয়াদ ৭ দিনের পরিবর্তে ১৫-২০ দিন হলে আরো ভালো হতো।

অনুষ্ঠানে ইউএনএইইচসিআর এর স্পোর্টস ফোকাল জামাল উদ্দিন বলেন, আমরা উখিয়া ও টেকনাফ উপজেলা থেকে জাতীয় পর্যায়ের খেলার মতো ফুটবল প্লেয়ার তৈরি করতে চাই, সাত দিনের প্রশিক্ষণের মাধ্যমে এর যাত্রা শুরু করা হলো, আগামীতে আরো বড় আঙ্গিকে প্রশিক্ষণের আয়োজন করা হবে।

উপজেলা স্পোর্টস সংস্থার সাধারণ সম্পাদক বলেন বলেন, আমরা সর্বদা খেলাধুলাকে সাদরে আমন্ত্রন জানাই, বর্তমান সময়ে যুবকরা বিভিন্ন ডিভাইসে আসক্ত, তাদেরকে মাঠে ফিরিয়ে আনতে হবে। তিনি মাঠ সংস্কারের জন্য সকলের সহযোগিতা কামনা করেন।

ইউএনএইইচসিআর এর প্রোগ্রাম অফিসার ফাই কগিন্স উপস্থিত সকল প্রশিক্ষনার্থীদের অভিনন্দন জানান, এবং উপস্থিত সকলকে ধন্যবাদ দেন, তিনি কোস্ট এর স্টেইকহোল্ডার ম্যানেজম্যান্টের প্রশংসা করেন। সকল পার্টিসিপেন্ডদের আগামীর ভবিষ্যতের জন্য শুভকামনা করে তার বক্তব্য শেষ করেন।

ম্যাথিউ রামসাওয়াক, সিবিপি লিড, ইউএনএইচসিআর বলেন, “২০১৯ সাল হতে আমরা কোস্ট ফাউন্ডেশনের সাথে কাজ করে আসছি, আমরা আগামীতেও এই কার্যক্রম অব্যাহত রাখবো,” এছাডাও তিনি সকল প্রশিক্ষণার্থীদের ভালোভাবে প্রশিক্ষণ শেষ করে আগামীতে আরো ভালো খেলার জন্য উয়িশ করেন।

 

মোঃ ইমরুল হাসান বলেন, খেলাধুলা এমন একটি বিষয় যা একজন মানুষের মধ্যে নেতৃত্ব তিরী করতে পারে, বন্ধুত্বের ও ভাতৃত্বের শিক্ষা দেয়, বর্তমান সময়ে উভয় কমিউনিটির মধ্যে শান্তিপুর্ণ সহাবস্থান রাখতে হলে খেলাধুলার বিকল্প নাই। তিনি আরো বলেন খেলাধুলা রোহিঙ্গা ও হোস্ট কমিউনিটির মধ্যে ট্রাস্ট বিল্ডিং তৈরিতে সহায়তা করবে।

সভাপতির বক্তব্যে জাহাঙ্গীর কবির চৌধুরী বর্তমান পরিস্থিতি থেকে যুব সমাজকে ফিরিয়ে আনতে এই প্রশিক্ষণের প্রশংসা করেন এবং এমন ব্যতিক্রমধর্মী প্রশিক্ষণ আয়োজন করার জন্য কোস্ট ফাউন্ডেশনকে ধন্যবাদ জানায়, তিনি আরো বলেন সীমান্তবর্তী নানান সমস্যা আমাদের সমাজকে পিছিয়ে দিচ্ছে, এই আবস্থার পরিবর্তন করতে হলে প্রয়োজন খেলাধুলা ও সংস্কৃতি চর্চা।

 

প্রধান অতিথির বক্তব্যে সালেহ আহমেদ বলেন সন্দেহ ছাড়া এটি একটি ভালো উদ্যোগ তবে পশিক্ষণের সময় আরো কিছু দিন বাড়ানো গেলে ভালো হয়, উখিয়াতে তেমন কোনো মাঠ নাই, এই মাঠের সংস্কারের জন্য তিনি সকলকে অনুরোধ করেন এবং প্রশিক্ষণের সফলতা কামনা করে প্রশিক্ষণের শুভ উদ্বোধন ঘোষণা করেন।


Post a Comment

0 Comments