ইপসা অর্থনৈতিক উন্নয়ন বিভাগের মাসিক সমন্বয় সভা ও বিডিপি (বিজনেস ডেভেলপমেন্ট প্ল্যান) হস্তান্তর অনুষ্ঠান ১৫ জুলাই ২০২৩ শনিবার বীর মুক্তিযোদ্ধা এ কে এম মফিজুর রহমান হল ইপসা এইচআরডিসি, সীতাকুণ্ডে অনুষ্ঠিত হয়। সমন্বয় সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইপসার প্রধান নির্বাহী মোঃ আরিফুর রহমান।

সভায় পরিচালক (অর্থ) পলাশ চৌধুরী, পরিচালক (অর্থনৈতিক উন্নয়ন) মোঃ মনজুর মোরশেদ চৌধুরী, অর্থনৈতিক উন্নয়ন সহকারী পরিচালক, প্রোগ্রাম ম্যানেজার, এরিয়া ম্যানেজার শাখা ব্যবস্থাপক, হিসাব রক্ষক ও সহকারী শাখা ব্যবস্থাপকগণ উপস্থিত ছিলেন।
সমন্বয় সভার শুরুতে পরিচালক (অর্থনৈতিক উন্নয়ন) সবাইকে ধন্যবাদ জানান এবং সভার উদ্দেশ্য ব্যাখ্যা করেন। তারা বলেন, এই বার্ষিক বিডিপি (বিজনেস ডেভেলপমেন্ট প্ল্যান) ২০২৩-২০২৪ সালের জন্য ইপসা অর্থনৈতিক উন্নয়ন কর্মসূচির একটি গাইডলাইন। এই বিডিপি অনুযায়ী ২০২৩-২০২৪ অর্থবছরের কর্মসূচির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এই বিডিপির মাধ্যমে আমরা জানতে পারি প্রোগ্রামের কয়টি শাখা থাকবে, কতজন সদস্য থাকবে, বকেয়া দের অবস্থা, ২০২৩-২৪ অর্থবছরে কর্মসূচির বাস্তবায়ন পরিকল্পনা বিস্তারিত বর্ণনা করা হয়েছে।
প্রধান নির্বাহী প্রতিটি শাখার এরিয়া ম্যানেজার ও শাখা ব্যবস্থাপকদের কাছে বিডিপি হস্তান্তর করেন। এবার এরিয়া ম্যানেজার ও শাখা ব্যবস্থাপকরা বিডিপি অনুযায়ী ২০২৩-২৪ অর্থবছরের লক্ষ্যমাত্রা পূরণের অঙ্গীকার করেছেন।
সভার গত বছরের (২০২২-২৩) অগ্রগতি নিয়ে আলোচনা করেন সহকারী পরিচালক (ফিল্ড অপারেশন) কাজী আসগর মাহমুদ, ২০২৩-২৪ বিডিপি লক্ষ্যমাত্রা নিয়ে আলোচনা করেন সহকারী পরিচালক (অর্থ) শেখ মনজুর কাদের, নতুন প্রকল্প Water.org নিয়ে প্রোগ্রাম ম্যানেজার নেওয়াজ মাহমুদ এবং বিডি ওয়াশ এবং এমএফসিই প্রকল্প নিয়ে আলোচনা করেন এরিয়া ম্যানেজার মোঃ দিদারুল ইসলাম ।
প্রধান নির্বাহী এখন থেকেই পরিকল্পনা গ্রহণ করে বিডিপি অর্জনে আন্তরিকভাবে কাজ করার পরামর্শ দেন। তিনি সকলকে ধন্যবাদ জানান এবং সভা শেষে শেষ করেন।
0 Comments