মঙ্গলবার রাতে চট্টগ্রামের পাঁচলাইশ এলাকায় ষোলশহরে দায়িত্ব পালনকালে বাসের ধাক্কায় এক ট্রাফিক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন।
নিহত নুরুল করিম (৫৮) টাঙ্গাইল জেলার।
.jpg?alt=media&token=2d77f3f5-2ba3-47d9-831b-d51fa9979162)
চট্টগ্রাম মেট্রোপলিটন ট্রাফিক (উত্তর) বিভাগের পরিদর্শক তরিকুল ইসলাম জানান, রাত ১১টার দিকে ওই এলাকায় দায়িত্ব পালনের সময় নুরুলকে বাস চাপা দিলে তিনি আহত হন।
পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
0 Comments